পোরশায় ধর্মপ্রচারক রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
প্রকাশিত:
সেপ্টেম্বর ৩০, ২০২৪; সময়: ১:৫২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পোরশা : ভারতের বিজেপী নেতা ও হিন্দুত্ববাদের ধর্মপ্রচারক রামগিরি মহারাজের ফাঁসির দাবিতে নওগাঁর পোরশায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিজেপীর ওই নেতা কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর শানে অবমাননা ও মুসলমান মারার হুমকীর প্রেক্ষিতে উপজেলার সরাইগাছি মোড় একতা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে রোববার বিকেলে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি হুজ্জাতুল্লাহ্ শেখ, সেক্রেটারী মামুন অর রশিদ শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সংশ্লিষ্ট সংস্থার সদস্য আল-আমিন, মিলন কবির, শামিম, রাজু, মোক্তাউর রহমান, রুবেল, শাহ আলম, মাহফুজ, ছামাদুল সহ স্থানীয় শতাধীক গণ্যমান্য ব্যক্তিবর্গ।