নিয়ামতপুরে বিডিও’র উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস পালন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪; সময়: ৩:৪৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে বেসরকারী সংস্থা বরেন্দ্র ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)’র উদ্যোগে জাতীয় কন্যা শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিডিও সলিড প্রকল্পের আয়োজনে ও আঁন্ধেরী হিলফে-বন, জার্মানীর সহযোগিতায় শনিবার ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় বিডিও’র নিজস্ব কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

জাতীয় কন্যা শিশু দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “ বিনিয়োগে অগ্রাধিকার কন্যা শিশুর অধিকার”। বিডিও এর কার্য নির্বাহী কমিটির সভাপতি নিয়ামতপুর সরকারী কলেজেল অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আলহাজ। আবুল ইব্রাহীমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এর নির্বাহী পরিচালক আখতার হোসেন।

নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার ছাদেকুর রহমান। বিশেষ উপস্থিত ছিলেন নিয়ামতপুর সরকারী কলেজের সহকারী অধ্যাপক (অবঃ) আব্দুর জাব্বার, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সদস্য আলমগীর হোসেন মন্ডলসহ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কন্যা শিশু ও মা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন