মহাদেবপুরে নবী (স.) কে কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশিত:
সেপ্টেম্বর ৩০, ২০২৪; সময়: ৩:৫৬ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : ভারতে ইসলাম ধর্ম ও মহানবী (স.) সম্পর্কে বিজিপি নেতা নীতেশ রানে ও মহীরাজ এর কুটুক্তির প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ইসলামীক সোসাইটি অব মহাদেবপুর এর উদ্যোগে স্থানীয় বাসষ্ট্যান্ডে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামীক সোসাইটি অব মহাদেবপুর শাখার সভাপতি হাফেজ মো. সুমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইসলামীক সোসাইটির প্রধান উপদেষ্টা ডা. মাহবুবুর রহমান, মো. আব্দুল্লাহ, মওলানা শাহিন আলাম, হাফেজ শাহিন আলম, ছাত্র সমন্বয়ক সাবির সামিম, হাফেজ আজাদ হোসেন প্রমূখ। বিক্ষোভ সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ডে সমাবেত হন।