আগামী কাল মঙ্গলবার থেকে রামেক হাসপাতালে নার্সদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক : আগামী কাল থেকে রাজশাহী মিডিকেল কলেজ হাসপাতালের নার্সরা, নাসিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের ব্যানারে কর্মবিরতিতে যাচ্ছে। ১ লা অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২ টা এবং ২রা অক্টোবার বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা কর্মবিরতি করবে।
এরপর ও তাদের নায্য দাবী (নাসিং ও মিডওয়াইফারী অধিদপ্তরের মহাপরিচালকসহ পরিচালক এবং বাংলাদেশ নাসিং ও মিডওয়াইফারী কাউন্সিল এর প্রেসিডেন্ট ও রেজিষ্টার পদ হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পুর্বক যোগ্য ও অভিঞ্জ নার্স পদায়ন) । এই দাবীতে আমরা আন্দোলন করে আসছি এর ধারাবাহিকতায় আজ আমরা লাল ব্যাজ ধারন করে কাজ করছি । আগামী মঙ্গলবার ৩ ঘন্টা ও বুধবার আমরা ৫ ঘন্টা কর্মবিরতি পালন করব । এরপর ও যদি আমাদের দাবী মানা না হয় আমরা কেন্দ্রিয় ভাবে বৃহৎ আন্দোলনে যেতে বাধ্য হব। আমরা আসাকরি স্বাস্থ্য উপদেষ্টা আমাদের নায্য দাবী মেনে নিয়ে আমাদের সহায়তা করবেন।
এ সময় উপস্থিত ছিলেন নাসিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের আহবায়ক মোঃ মনিরুল হাসান, নাসিং ও মিডওয়াইফারী সংস্কার পরিষদের সদস্য সচিব মামুনুর রশিদ, নাসিং সুপার ভাইজার নিলিমা ঢালী সহ নাসিং এর সদস্যরা।