চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশু আজমির বাড়ি ফিরেছে

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪; সময়: ৭:২১ pm | 
খবর > আঞ্চলিক

জ্যেষ্ঠ প্রতিবেদক, নাটোর : নাটোরের বাগাতিপাড়ায় লোকমানপুর স্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া শিশু আজমির হোসেন (১১) সোমবার বাড়ি ফিরে গেছে। গত শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশনের অদূরে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হয় শিশু আজমির।

আজমির তার ঠিকানা বলতে না পারায় স্থানীয় এক গণমাধ্যম কর্মী সহ কয়েকজন যুবক তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে খোজাখুজির পর আজমিরের নানা জানে আলমের খোঁজ পায়। তার সাথে যোগাযোগ করার পর জানে আলম আজ সোমবার বেলা ১১ টার দিকে হাসপাতালের ছাড়পত্র সহ তার নাতি আজমিরকে নিয়ে নোয়াখালি জেলার বেগমগঞ্জ উপজেলার আলাদিনগর গ্রামে রওনা হন।

নানা জানে আলম জানান, আড়াই মাস বয়সে আজমিরের বাবা-মায়ের মধ্যে ডিভোর্স হয়। এরপর থেকে তিনিই তার নাতি আজমিরের দেখভাল করেন। সেখানে স্থানীয় একটি মাদরাসায় চতুর্থ শ্রেনীতে পড়ে আজমির। তবে মাঝে মধ্যে সে বাড়ি থেকে হারিয়ে যায়। গত প্রায় ২০ দিন আগে সে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনা। খোজাখুজির এক পর্যায়ে স্থানীয়দের মারফত ও সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন তার নাতি ট্রেন থেকে পড়ে আহত হয়ে নাটোরের বাগাতিপাড়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গণমাধ্যম কর্মী সুইট, স্থানীয় যুবক স্বপন মিলন ও রিপন জানান, গত ২৮ সেপ্টেম্বর বেলা সোয়া তিনটার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তনগর ট্রেন খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন থেকে লোকমানপুর রেলস্টেশনের পশ্চিমদিকে নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষ্ণাকৃষি খামার এলাকায় পড়ে যায় আজমির। রেল লাইনের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ওই শিশুটিকে তারা উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই শিশুর কাছে তার বাপ-মায়ের নাম ঠিকানা জানতে চাইলে সে জানিয়েছিল তাদের বাড়ি ঢাকার মৌচাক এলাকায় বুজগার্ডেনে।

তার পিতার নাম রাজু, মায়ের নাম জান্নাত আক্তার আসমা । শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির পরিবারের সন্ধান করতে থাকেন তারা এবং ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। পরে ঢাকায় শশুটির আত্মীয়দের খোঁজ পেলে তাদের জানানো হলে তারা নোয়াখালিতে শিশুটির নানা জানে আলমকে খবর দেন। খবর পেয়ে আলম তার প্রতিবেশী এক ভাতিজাকে সাথে করে রোববার বাগাতিপাড়ায় আসেন। সোমবার বেলা ১১টার দিকে আজমির তার নানার সাথে নোয়াখালির উদ্দেশ্যে রওনা হয়।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন