পবায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪; সময়: ৭:৫৯ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পবায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা হলরুমে পবা উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পবা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর পবার আয়োজনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন পবা সহকারি কমিশনার ভূমি জাহিদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. হাবিবা খাতুন। উপজেলা বিআরডিবি কর্মকর্তা সামশুন্নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা ইউডিএফ জাকিয়া সুলতানা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন