শামীম ওসমান ও আইভীসহ ৪০১ জনের নামে হত্যা মামলা

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪; সময়: ৪:৫১ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে রাজমিস্ত্রি রাকিব হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) শামীম ওসমান ও সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীসহ ১০১ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) নিহত রাকিবের চাচাতো ভাই আব্দুর রহমান (৫১) বাদী হয়ে প্রথমে আদালতে মামলাটির আবেদন করেন। পরে আদালতের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়।

তিনি জানান, গত ৫ আগস্ট আন্দোলন চলাকালীন পেশায় রাজমিস্ত্রী রাকিব কাজে যাওয়ার উদ্দেশে বের হলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযুক্ত সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন