রাজশাহীতে ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে এসডিডিবি আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে কারিতাস রাজশাহী অঞ্চল প্রবীণ এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) আয়োজনে আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকাল ১০ টায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের টালীপাড়া সমন্বিত সামাজিক ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সকল প্রবীণ ব্যক্তিদের ফুলেল শুভেচ্ছা জানান ও কুশল বিনিময় করেন অনুষ্ঠানের সঞ্চালক কারিতাস রাজশাহী অঞ্চল (এসডিডিবি) এনিমেটর মি. স্বপন এল. গমেজ।
এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, রাসিক ২ নং ওয়ার্ডের উন্নয়ন কমিটির সভাপতি মি. এভারিষ্ট হেম্ব্রম, কারিতাস রাজশাহী অঞ্চল (আলোকিত শিশু প্রকল্প) কর্মসূচি কর্মকর্তা মিসেস র্যান্সি রুথ হাঁসদা, বাগানপাড়া কাথিডাল ধর্মপল্লী সরকারি পালপুরোহিত শ্রদ্ধেয় ফাদার লিটন কস্তা, রাজশাহী শহর সমাজসেবা কর্মকর্তা মো: সফি মাহাম্মদ। এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ও খেলাধুলার অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।