পপুলার লাইফ ইনস্যুরেন্স দুই যুগে কোম্পানীতে ৬০ হাজার কর্মী ও কর্মকর্তার কর্মস্থান সৃ্ষ্টি করেছে : বি এম ইউসুফ আলী

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড দুই যুগে কোম্পানীতে ৬০ হাজার কর্মী কর্মকর্তার কর্মস্থান সৃ্ষ্টি করেছে । বীমা খাতের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থান হয়েছে এবং আগামীতে আরো বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বীমা খাতের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি আরো একধাপ এগিয়ে যাবে।
তিনি বলেন, বীমা মানুষকে সঞ্চয়মুখী করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলে। বীমার মাধ্যমে সঞ্চিত টাকা জীবনের যে কোন জটিল মুহুর্তে ছায়া হয়ে দাঁড়ায়।
মঙ্গলবার (১ অক্টোবর ) সকালে পাবনায় পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের নিজস্ব ভবন মিলনায়তনে পাবনা অঞ্চলের বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।
বিএম ইউসুফ আলী বলেন, পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড বিগত দুই যুগ ধরে বিশ্বস্থতার সাথে মানুষকে বীমা সেবা দিয়ে আসছে এবং বীমা দাবীর টাকা যথা সময়ে গ্রাহকের বাড়ি বাড়ি গিয়ে গ্রাহকের হাতে তুলে দিচ্ছে । এই দুই যুগে পপুলার লাইফ ৪৬ লক্ষ গ্রাহকের হাতে সাড়ে ৬ হাজার কোটি টাকা বীমাদাবী পরিশোধ করেছে।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের আলামিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলামের সভাপতিত্বে মেয়াদ উত্তীর্ণ বীমাদাবীর চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক(ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ- ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান সিকদার, আল আমিন বীমা প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মোখলেছুর রহমান ।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ সাইফুল ইসলাম রাশেদ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ শফিকুল ইসলাম, ফজলুল হক, জনপ্রিয় বীমা প্রকল্পের সার্ভিস সেল ইনচার্জ ফেরদৌস ওয়াহেদ প্রমুখ।
ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমাদাবীর ৩ কোটি ৮৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।