টেন্ডারে অনিয়মের অভিযোগে পৌরসভার প্রশাসক-ইউএনওসহ ৩ জনকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় ৫টি উন্নয়ন কাজে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্রমাগত অনিয়মের অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়েছে এক আইনজীবি। লিগ্যাল নোটিশে বেলকুচি পৌরসভার প্রশাসক বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার সচিব ও দ্বায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী সুলতানা নাসরিন।
তাদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী শহিদুল ইসলাম সরকার। মঙ্গলবার বিকেলে নোটিশটি তাদের কাছে পৌঁছানো হয়।
জানা যায়, বেলকুচি পৌরসভায় বিগত ২০২৩ সনে ৫টি উন্নয়ন কাজে দরপত্র প্রকাশ করে। যার সিডিউল বিক্রি ও ড্রপিংয়ের শেষ তারিখ ছিল ৩১ অক্টোবর ২০২৩।
উক্ত দরপত্রে ৫ টি কাজে মেসার্স সাথী এন্টারপ্রাইজসহ ৩ টি ঠিকাদারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। দরপত্রে মেসার্স সাথী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সামিউল ইসলাম সোহেল অভিযোগ করেন যে, দরপত্র উন্মুক্ত করণের মাধ্যমে তিনি অবগত হন যে, ৫টি দরপত্রেই তার ঠিকাদারী প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়।
ক্ষুব্ধ ঠিকাদার আরও জানান যে, ৫টি দরপত্রে সর্ব নিম্ন দরদাতা হওয়া স্বত্বেও তাকে অদ্যবধি কার্যাদেশ প্রদান করা হয়নি। এমনকি কি সিএস প্রস্তুত ও টেন্ডার কমিটির রেজুলেশন বিষয়ে পৌর কর্তৃপক্ষের দপ্তরে বিগত ১ বছর ঘুরেও কোন সদোত্তর নেই।
এ বিষয়ে তথ্য পাবার জন্য অভিযোগকারী ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে পৌর প্রশাসক বরাবর লিখিত আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে মামলার সিদ্ধান্ত নেন।
নোটিশের বিষয়ে আইনজাবী শহিদুল ইসলাম সরকার জানান, সুলতানাকে বিবাদী করে ৫টি ঠিকাদারী কাজে ক্রমাগত অনিয়মের বিষয়ে কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে লিগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে।