বাগমারায় আ.লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪; সময়: ১:১৯ pm | 
খবর > রাজনীতি

জ্যেষ্ঠ প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা থানার পুলিশ মঙ্গলবার (১ অক্টোবর) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার দেউলিয়া গ্রামের নজরুল ইসলাম (৪৮) ও মোনায়েম হোসেন (৩০) সাজুরিয়া গ্রামের ফিরোজ রশীদ (২৮), দানগাছী মহল্লার নাইমুল ইসলাম (২১), হাটগাঙ্গোপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক মসলেম উদ্দীন (৪৬), জামগ্রাম মহল্লার আক্কাছ আলী (৪৫), কোনাবাড়িয়া গ্রামের বেলাল হোসেন (২৮), কাষ্টন্যাংড়া গ্রামের আব্দুল খালেক (৫২), পূর্ব দৌলতপুর গ্রামের আবুল কাশেম (৫০)।

গ্রেপ্তারকৃত সকলেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।। গ্রেপ্তারকৃতদের মধ্যে নজরুল ইসলাম (৪৮) নামের একজন চুরি মামলার এজাহার ভুক্ত আসামী বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।

অন্যান্যরা গত ৫ আগস্ট যুবদল নেতা মনসুর রহমানকে গুলি করে হত্যার চেষ্টা মামলায় জড়িত বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন।

পুলিশ জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পূর্বে উপরোক্ত আসামীরা উপজেলার ভবানীগঞ্জ বাজারে সংগঠিত হয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর হামলা, ভাংচুর, ছিনতাই ও গুলি চালিয়ে হত্যার চেষ্টাসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত ছিল।

বর্তমান সময়ে তাদেরকে চিহ্নি করে গ্রেপ্তার করা হচ্ছে বলে বাগমারা থানার পুলিশ জানিয়েছেন। এ পর্যন্ত বাগমারা থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন আসামী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে তিনি জানিয়েছেন।

 

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন