শিবগঞ্জে ট্রলির ধাক্কায় ভ্যানগাড়ির যাত্রী নিহত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪; সময়: ৭:২৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ট্রলির ধাক্কায় খাইরুল ইসলাম (৩২) নামে ভ্যানগাড়ির এক যাত্রী নিহত হয়েছে।

নিহত যাত্রী উপজেলার পারএখলাসপুর এলাকার আবদুল খালেকের ছেলে। বুধবার সকালে উপজেলার পুসকুনী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, সকালে খাইরুল চার্জার ভ্যানযোগে কানসাট যাবার পথে পুসকুনী এলাকায় গাড়িটির চাকা ভেঙে যায়।

এ সময় পেছন থেকে একটি ট্রলি ভ্যান গাড়িকে ধাক্কা দিলে গাড়িতে থাকা খাইরুল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে খাইরুলের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন