সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে নারীসহ ৪ জনকে পিটিয়ে জখম

প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪; সময়: ৭:৫০ pm | 
খবর > আঞ্চলিক

এম এ আলিম রিপন, সুজানগর : পাবনার সুজানগরে পূর্ব শত্রুতার জের ধরে শিরিন আক্তার নামক এক নারীসহ ৩জনকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের ধুলদী গ্রামে এ ঘটনা ঘটে।

মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহ,শিরিন ও আকরাম নামক ৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আব্দুল্লাহ এর পিতা আব্দুল কুদ্দুস শেখ বাদী হয়ে শাহজাহান শেখ, জিয়াউর রহমান, ইমদাদুল শেখ, ইমন শেখসহ ১৩জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানাযায়,পূর্ব শত্রুতার জের ধরে এদিন সকালে শাহজাহান শেখের নেতৃত্বে উক্ত আসামীরা আব্দুল্লাহ,শিরিন ও আকরামসহ কয়েকজনকে পিটিয়ে জখম করে শিরিন আক্তারের স্বর্ণের চেইন,কানের দুল, ৪০ হাজার নগদ টাকাসহ বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যাওয়ার পাশাপাশি বাড়ীঘর ভাঙচুর করে।

এদিকে প্রকাশ্যে এ লুটপাট,হামলা ও ভাঙুচুরের ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। এ বিষয়ে থানা পুলিশ জানায়, তদন্তের ভিত্তিতে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন