শিবগঞ্জে যুব-স্বেচ্ছাসেবকদলের ২ নেতা জখমের ঘটনায় আ.লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবকদলের দুই নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়ের করা মামলায় আবদুল হামিদ ওরফে খুদু (৪০) নামে আরো এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক ও একই চকদৌলতপুর মহল্লার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে চকদৌলতপুর এলাকায় হামিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে এজাহারভুক্ত আসামি। তিনি আরো জানান, কুপিয়ে জখমের ঘটনায় গত ২২ সেপ্টেম্বর মেহেদী হাসান দিপুর পিতা নজরুল ইসলাম বাদি হয়ে নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যহত আছে।
প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর রাত পৌণে ৮টার দিকে একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজার ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের নৃশংসভাবে কুপিয়ে জখম করে। তারা হলেন- শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মেহেদী হাসান দিপু এবং একই এলাকার দাউদ আলীর ছেলে ও ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুবেল।