ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় বাইডেনের ‘না’

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪; সময়: ৯:৩৫ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলাকে সমর্থন করেন না।

তিনি বলেছেন, ইরানে ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েল কী করতে চলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র সে বিষয়ে ইসরায়েলিদের সাথে আলোচনা করবে।

হারিকেন ‘হেলেনের’ তাণ্ডবে নর্থ ক্যারোলাইনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন জো বাইডেন। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল- ইসরায়েল যদি এখন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে তিনি সমর্থন দেবেন কী না?

তার জবাব ছিল – ‘না’।

তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল এখন কী করতে চাইছে, তা নিয়ে দেশটির সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র।

বাইডেন আরও বলেন, এখনকার পরিস্থিতি নিয়ে তিনি জি-সেভেন জোটের নেতাদের সঙ্গে কথা বলেছেন। তারা সবাই একমত হয়েছেন যে ইসরায়েলের জবাব দেওয়ার অধিকার রয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার এক ব্রিফিংয়ে বলেছেন, ইসরায়েলের প্রতিক্রিয়া জানানোর অধিকার রয়েছে। দেশটির সম্ভাব্য প্রতিক্রিয়া কী হবে, সেটা নিয়ে আমরা আলোচনা করছি।

সূত্র: বিবিসি বাংলা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন