লেবাননে ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৩৭

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪; সময়: ১০:৪২ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : লেবাননে ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৭ লেবানিজ। আহত দেড়শতাধিক। বৈরুত, বালবেক, সিদন, ত্রিপলিসহ লেবাননজুড়ে প্রায় সব কটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) নতুন করে দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। খবর সিএনএনের।

এর আগে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন।

এরপর থেকে বেড়েছে বিমান হামলার মাত্রা। গত ১ সপ্তাহে ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছেন প্রায় ২ হাজার লেবানিজ, আহতের সংখ্যা ১০ হাজার ছুঁই ছুঁই।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন