গুরুদাসপুরে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় বৃষ্টি উপেক্ষা করে চাঁচকৈড় রসুনহাটায় জিয়া মঞ্চের গুরুদাসপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মিলন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।
বিশেষ অতিথি ছিলেন, জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আলী শেখ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক দুলাল সরকার, নাটোর জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক নজরুল ইসলাম নীরু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব ওয়াহেদ মুরাদ লাবু ও পৌর জিয়া মঞ্চের আহবায়ক সুলতান আহমেদ। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।