জয়পুরহাটের নতুনহাট এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

জ্যেষ্ঠ প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার সরদার পাড়া পারিবারিক কবরস্থান থেকে বকুল হোসেন নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সকাল সাড়ে ৯টার দিকে কবরস্থান থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
নিহত বকুল শেখ (৬০) জয়পুরহাট পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের শেখ মহল্লার মৃত আকাম উদ্দিন শেখের ছেলে। তিনি পেশায় রিকসা- ভ্যান মিস্ত্রি। বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহেদ আল মামুন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে শহরের নতুন হাট এলাকায় গ়ভীর রাত পর্যন্ত ঘোরাফেরা করে আর বাড়ি ফিরে নাই। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে নিহত বকুল শেখের বাড়ি থেকে কিছু পুর্ব দিকে পারিবারিক কবর স্থান বাবার কবরের পাশে গলায় রশি ঝুলানো মরদেহ উদ্ধার করে তার বাড়ি নিয়ে আসে। খবর পেয়ে পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, ওসি শাহেদ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতের ভাই এন্তাজুল জানান, তার ভাই মৃত্যুর আগে একটি সুসাইড নোট ও দাফনের সরঞ্জামাদি নিজে কিনে রেখে গেছেন।