মুহাম্মদ (সঃ) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৪; সময়: ৭:৪৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (বগুড়া) : ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির সাংসদ নিতেশ নারায়ন রানাকে গ্রেফতারের দাবীতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলা সর্বস্তরের নবী প্রেমিক তৌহিদী জনতার ব্যানারে আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কয়ারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুফতি হাসান এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা শাহাদৎ হোসেন, মাওলানা আলী আহমাদ, মাওলানা জাফর আহমাদ, মুফতি মাহমুদ, মাওলানা আতিকুর, মাওলানা আঃ মুমিন, মোক্তাকী ফরহাদ, নাইম আহমাদ প্রমুখ। সমাবেশ থেকে তাদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন