মহাদেবপুরে সাবেক এমপি উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪; সময়: ৩:৩৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগষ্ট দুপুরে বাসষ্ট্যান্ড এলাকায় সরকার বিরোধী মিছিলে ছাত্র-জনতার উপর হামলা ও মোটর সাইকেল ভাংচুরের ঘটনায় সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম, সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদসহ আ.লীগ ও এর অঙ্গসংগঠনের ১৪৮ জন নেতাকমীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গতকাল শুক্রবার উপজেলার চাঁন্দাশ ইউপির ডিমজাওন গ্রামের ইউনুস আলীর ছেলে আনোয়ার হোসেন বাদী হয়ে মহাদেবপুর থানায় এ মামলাটি করেন। এ মামলায় সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে ও সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিলকে ওইদিনই গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতার এ মামলা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন