নওগাঁয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রকাশিত:
অক্টোবর ৬, ২০২৪; সময়: ১:৫০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁয় কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টার দিকে নওগাঁ কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজন এ পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল।
কৃষ্ণধন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ পুলিশ সুপার কুতুব উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিরোদা রাণী রায় প্রমূখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষ প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।