শিবগঞ্জে বাল্যবিয়ে-মাদক ও সাম্প্রদায়িকতা রোধে নারী সমাবেশ
প্রকাশিত:
অক্টোবর ৭, ২০২৪; সময়: ৬:৪০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ে, মাদক, সাম্প্রদায়িকতা রোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে নারী সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে জেলা তথ্য অফিসের উদ্যোগে চককীর্তি হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আবদুস সামাদ। এ সময় তিনি বাল্যবিয়ে, মাদক, সাম্প্রদায়িকতা রোধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল ইমরানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার রেজাউল করিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রবিউল আলম, জেলা তথ্য কর্মকর্তা আবদুল আহাদ। এছাড়া স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক, নারী অভিভাবকরা উপস্থিত ছিলেন।