মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই কলেজ ছাত্রের দাফন সম্পন্ন

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪; সময়: ৬:৪৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে সড়ক দূঘর্টনায় নিহত দুই কলেজ ছাত্রের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ১০ টায় ডাকবাংলো মাঠে মো. শারাফাত এর জানাজা নামাজ শেষে কেন্দ্রীয় কবরস্থানে এবং সকাল ১১ টায় মনিরুল ইসলামের জানাজা নামাজ শেষে গোফানগর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

মো. শারাফাত এর নামাজে জানাজায় ঢাকা কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বদানকারী তার কয়েকজন সহযোদ্ধাও অংশ নেন। নিহত মো. শারাফাত হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজ থেকে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। রবিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার নওহাটা মোড় এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটো চার্জার ভ্যানের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. শারাফাত (২২) ও মনিরুল ইসলাম (২৩) নামের দুইজন ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শারাফাত উপজেলার জয়পুর সরদারপাড়া বর্তমানে মহাদেবপুর কলেজপাড়া গ্রামের মাহমুদুল হাসানের ছেলে ও ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্র ছিল। অপরজন মনিরুল ইসলাম উপজেলার গোফানগর গ্রামের মোবারক হোসেনের ছেলে ও চৌরাট শিবপুর বরেন্দ্র ডিগ্রি কলেজের ছাত্র।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন