শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে আরএমপি’র নোটিশ

প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৪; সময়: ২:৩২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ অক্টোবর ২০২৪ খ্রি. হতে ১৩ অক্টোবর ২০২৪ খ্রি. পর্যন্ত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) আরএমপি’র কমিশনার মোহম্মদ আবু সুফিয়ান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী মহানগরী পুলিশ আইন-১৯৯২ এর ২৬ এর (১)(ঢ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগরী এলাকায় ৯ অক্টোবর হতে ১৩ অক্টোবর পর্যন্ত সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এছাড়াও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে পূজামণ্ডপ ও তার আশেপাশে এবং প্রতিমা বিসর্জনকালে যে কোন ধরনের মাদকদ্রব্য যথা-দেশী ও বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল, ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন