দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের অনুদান প্রদান
প্রকাশিত:
অক্টোবর ৮, ২০২৪; সময়: ৩:২৫ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মহানগরীসহ জেলার ১২৩ পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদানের চেক বিতরণ করেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসানসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরীর ৭৭ টি এবং জেলার ৪৬টিসহ সর্বমোট ১২৩ টি পূজামন্ডপে প্রতিটিতে ৫ হাজার টাকা করে অনুদানের চেক হস্তান্তর করা হয়।