পত্নীতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত:
অক্টোবর ৯, ২০২৪; সময়: ১২:১১ pm | 
খবর > আঞ্চলিক
নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় পিংকু শীল (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার নাদৌড় গ্রামের স্বপন শীলের বড় ছেলে।
পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে পিংকু শীল ও শুভ শীল আপন সহোদর মোটরসাইকেলে আরোহন করে যাবার পথে মহাদেবপুরের এনায়েতপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন একটি ব্রীজে ধাক্কা লেগে মাথায় রড ঢুকে বড়ভাই পিংকু স্পটেই মারা যায়, ছোট ভাই শুভকে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রামেকে প্রেরণ করেছে।
মহাদেবপুর থানার উপ পুলিশ পরিদর্শক এসআই রিমন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো সাথে সংঘর্ষ হয়নি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজে ধক্কা লেগে একজনের মৃত্যু হয়েছে। অপরজন গুরতর আহত।