নওগাঁয় ডাক দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৪; সময়: ২:০৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বিশ্ব ডাক দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ অক্টোবর ) সকালে শহরের প্রধান ডাক ঘরের সামনে থেকে র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের মুক্তির মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক মিলনায়তনে গিয়ে শেষ হয়।

এরপর বেলা ১২ টার দিকে প্রধান ডাক ঘরের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ প্রধান ডাকঘরের পোস্ট মাষ্টার শামসুজ্জোহা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা পোস্ট অফিস পরিদর্শক সানোয়ার হোসেন, নিশিকান্ত মাহাতো, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব ইদ্রিস আলী শেখ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমানে পোস্ট অফিসগুলোতে ডিজিটাল সেবা চালু হওয়ায় গ্রাহকদের আগ্রহ বেড়েছে। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ভিআইপি সার্ভিস, ডিএমএস, আন্তর্জাতিক পার্সেল সার্ভিসসহ নানাবিধ ডিজিটাল সেবা দিচ্ছে পোস্ট অফিসগুলো।

ডাক জীবন বীমা ভবিষ্যৎ পারিবারিক নিশ্চিতার প্রতীক হয়ে উঠেছে উল্লেখ করে আগামী দিনে ডাকসেবা শতভাগ নিশ্চিত করার প্রতিশ্রুতিদেন বক্তারা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন