নওগাঁয় তামাক ব্যবসা থেকে সরকারি অংশীদারি প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে তামাক ব্যবসা থেকে সরকারি অংশীদারি প্রত্যাহারের দাবিতে নওগাঁয় অবস্থান র্কর্মসূচী পালন করা হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের কার্যলয় সামনের সড়কে তামাক বিরোধী জোট ও রুরাল এ্যাসোসিয়েশন ফর নিউট্রিশন ইমপ্রুভমেন্ট রানি এর আয়োজনে ঘন্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় তামাক নিয়ন্ত্রণের সদস্য ফজলুল হক খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্রাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রি, ডেমোক্রেসি ওয়াচের সমন্বয়ক ময়েন উদ্দীন, নিশানের নির্বাহী পরিচালক মহিদুর রহমানসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা।
বক্তারা বলেন- তামাক কোম্পানিতে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের বহাল রেখে প্রতিবন্ধকতা ছাড়া স্বাভাবিকভাবে তামাক নিয়ন্ত্রণে সহায়ক নীতি প্রণয়ন সম্ভব নয়। তাই তামাক নিয়ন্ত্রণ এবং জনস্বাস্থ্য বিষয়ক নীতিসমূহ সুরক্ষিত রাখতে জনস্বার্থে তামাক কোম্পানি থেকে সরকারের অংশীদারিত্ব প্রত্যাহারের দাবী জানান।