ঈশ্বরদীতে লিচু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪; সময়: ৬:০৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী (পাবনা) : পাবনার ঈশ্বরদীতে নিখোঁজের একদিন পর নয়ন হোসেন (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ছলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের একটি লিচু বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নয়ন ওই গ্রামের কাঠ ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে এবং বৈদ্যুতিক সরঞ্জাম মেরামতের কাজ করতেন।

পুলিশ জানিয়েছে, নয়নের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা যাবে। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এজাহার জমা দিলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নয়নের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন প্রতিদিন রাত সোয়া ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফিরতেন। তবে বুধবার রাত ১২টা পর্যন্ত তিনি না ফেরায় পরিবারের সদস্যরা চিন্তিত হয়ে পড়েন। তাঁর মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁরা শিমুলতলা বাজারসহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন।

বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি লিচু বাগানে নয়নের লাশ পড়ে থাকতে দেখেন এক প্রতিবেশী। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয়দের মতে, নয়নের মরদেহ উপুড় হয়ে পড়ে ছিল এবং তাঁর মুখ ও গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। মৃত্যুর সময় তাঁর পরনে ছিল গাঢ় খয়েরি টি-শার্ট, জিনস প্যান্ট এবং পায়ে স্যান্ডেল।

এদিকে, একজন প্রতিবেশী জানান, কয়েক দিন আগে নয়ন একটি সমিতি থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, ওই টাকা নিয়ে কোনো বিরোধের জেরে তাঁকে হত্যা করা হতে পারে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন