ইসরাইলের চক্রান্তের বিরুদ্ধে যৌথ পদক্ষেপের আহ্বান ইরানের

পদ্মাটাইমস ডেস্ক : গাজা যুদ্ধের রেশ ধরে গোটা মধ্যপ্রাচ্যেই এখন উত্তেজনা বিরাজ করছে। ইসরাইলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে লেবানন, সিরিয়া ও ইরান। তাতেও পিছু হটছে না ইসরাইল। পাল্টা আক্রমণ অব্যাহত রেখেছে তারা। তাতে গোটা মধ্যপ্রাচ্যই এখন আঞ্চলিক বিপর্যয়ের সম্মুখীন।
এই অবস্থায় ইসরাইলি শাসনের চক্রান্তের বিরুদ্ধে যৌথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৃহস্পতিবার এক্সে এক পোস্টে এই আহ্বান জানান তিনি।
আব্বাস আরাকচি জানান, বুধবার রিয়াদ সফরের সময় সৌদি আরবের ক্রাউন প্রিন্সের সাথে ‘সাধারণ উদ্বেগের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা’ করেছেন তিনি।
তিনি বলেন, ‘ইসরাইলের শাসকগোষ্ঠী পুরো অঞ্চলকে একটি বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে এই অঞ্চলে চ্যালেঞ্জিং সময়কে অতিক্রম করার জন্য প্রয়োজন অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা, সাহস এবং সহযোগিতা।’
বুধবার সৌদি সফর শেষে কারাতে গেছেন আরাকচি। সেখানে গাজা উপত্যকা এবং লেবাননে ইসরাইলি শাসকদের যুদ্ধ শেষ করার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবেন তিনি।