পত্নীতলায় পূজামন্ডপ পরিদর্শনে ডিসি আব্দুল আউয়াল

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪; সময়: ৩:৩১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলাঃ সনাতন ধর্মলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা গত বুধবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। দেবীকে বরণ করতে পূজা অর্চনায় ব্যস্ত পূজারী ও সনাতন ধর্মাবলম্বীরা।

এদিকে, শারদীয় দূর্গাপূজা শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে ও উৎসব মূখর পরিবেশে উদযাপন করতে দিন-রাত বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জেলার প্রত্যন্ত সীমান্তবর্তী পত্নীতলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ডপের নিরাপত্তায় নিয়োজিত আনসার ও পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়ে দিক নিদের্শনা মূলক পরামর্শ দেন। পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে কথা বলেন। পূজা উদযাপনে কোন সমস্যা হলে প্রশাসনকে অবগত করতে বলেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সৈকত ইসলাম, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ পপি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির,থানার ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান, জেলা উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ , ডিসি পরিবারের সদস্যবৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রমূখ। এর আগে তিনি ধামইরহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পূজা মন্ডপগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও আইন শৃঙ্খলার পরিবেশে দেখে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এবার উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮২টি মন্ডপে শারদীয় দূর্গা পুজা হচ্ছে।

জেলা প্রশাসকের পূজা মন্ডপে পরিদর্শন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আনন্দ উৎসাহ বেড়েছে । মণ্ডপগুলোতে তার উপস্থিতি দেখে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, জেলা প্রশাসকের এই পরিদর্শন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূজা উদযাপনে তাদের আত্মবিশ্বাস আরও দৃঢ় করেছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন