পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা খাজা নাজিবুল্লাহ চৌধুরী
প্রকাশিত:
অক্টোবর ১২, ২০২৪; সময়: ৪:০১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলা ও ধামইরহাট উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নওগাঁ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও পত্নীতলা থানা বিএনপি’র সদস্য খাজা নাজিবুল্লাহ্ চৌধুরী।
শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এই বিএনপি নেতা দুই উপজেলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত ঘুরেঘুরে পূজা মণ্ডপ পরিদর্শন কালে তার সাথে ছিলেন নজিপুর পৌরসভার সাবেক মেয়র আনোয়ার হোসেন,ধামইরহাট থানা বিএনপির যুগ্ম আহবায়ক বুলবুল কায়সার,সদস্য আমজাদ হোসেন, পত্নীতলা থানা সদস্য ভিপি আবু তাহের চৌধুরী মন্টু,আব্দুস সবুর খান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ ।
এ সময় মণ্ডপের পূজারী, পুরোহিত, পূজা কমিটি নেতৃবৃন্দ সাথে মতবিনিময় করেন, মন্দিরের শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।