পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক আলী হোসেন স্বপন (৫৪) নিহত হয়েছেন। নিহত আলী হোসেন স্বপন নাটোর বরগাছী এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। শনিবার বিকেল ৫ টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া উপজেলা ঝলমলিয়া ঘোষপাড়া এলাকায় রাজশাহীগামী যাত্রীবাহী দ্রুতগামী বাস হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৮৬৭৬) এর চাকায় পিষ্ট হয়ে রাজশাহী দিকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পরে বাসের চাকার সাথে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই চালক আলী হোসেন স্বপন নিহত হন।
বাসের চাকার সাথে পিষ্ট হয়ে বেশ কিছু দূর পর্যন্ত টেকে আনলে তার পায়ের একটি কেটে পরে যায় এবং অনেক স্থানে থেতলে যায়। এসময় স্থানীয়রা বাসটিকে আটকে রাখলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, খবর পেয়ে আমরা গিয়ে মরদেহ উদ্ধার করেছি। বাসের কাউকে আটক করা যায়নি। তার পরিবার মরদেহটি দাফনের জন্য আবেদন করলে আমারা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।