শিবগঞ্জে ঐতিহ্যবাহী গাদ্দি খেলার উদ্বোধন

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৪; সময়: ৮:১২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হারিয়ে যাওয়া গ্রামবাংলার ১৬টি দলের অংশ গ্রহণের মাধ্যমে ঐতিহ্যবাহী গাদ্দি খেলা টুনামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকালে মোবারকপুর ইউনিয়নের নামোটিকরী যুব সংঘের আয়োজনে ঐতিহ্যবাহী এ খেলার ঐতিহ্যকে ধরে রাখতে ও মাদকমুক্ত সমাজ গড়তে নামোটিকোরী গ্রামের একটি আম বাগানে এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী।

উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে নিরালা যুব সংঘ গাদ্দি দল বনাম নামোটিকরী প্রবাসী গাদ্দি দল। নামোটিকরি যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম মারুফের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন, শিমুল আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক মনিরুজ্জামান শিমুলসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় খেলা উপভোগ করতে শিশু, বৃদ্ধ ও মহিলাসহ সহ¯্রাধীন মানুষ অংশগ্রহণ করে। খেলা দেখতে আসা সাইরুল ইসলাম বলেন, জমকালো গাদ্দি খেলা দেখতে খুব ভাল লাগছে। যুব সমাজকে মাদক মুক্ত করতে এ খেলাটি জোরালা ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

খেলার আয়োজক নামোটিকরি যুব সংঘের সভাপতি নুরুল ইসলাম মারুফ বলেন, গ্রাম বাংলার মানুষের কালের বিবর্তনে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী গাদ্দি খেলার ধারাবাহিকতা ধরে রাখতে এ উদ্যোগ। এ খেলা চালু রাখার মাধ্যমে তরুন ও যুব সমাজ মোবাইল ও মাদকাসক্ত থেকে সরে আসবে বলে আশা করি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন