নিজেকে এমপি প্রার্থী ঘোষণা করলেন সাবেক ছাত্রনেতা আব্বাস আলী

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪; সময়: ১১:১১ am | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাট-২ সংসদীয় আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি হতে এমপি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উত্তরাঞ্চল জাতীয়তাবাদীর ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সদস্য আব্বাস আলী।

রোববার (১৩ অক্টোবর) বিকেলে ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌহমুনি বাজারে দলীয় পার্টি অফিসে মতবিনিময় সভা করে এ ঘোষণা দেন তিনি।

প্রার্থিতা ঘোষণা করার সময় বিপুলসংখ্যক নেতা-কর্মীর উদ্দেশে আব্বাস আলী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে ধানের শীষের প্রতিক হিসেবে মনোনীত করলে জনগণের প্রত্যক্ষ ভোটে এই আসন বিএনপিকে উপহার দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, দলের সিদ্ধান্তই চুড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রিয় নেতা আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। দেশের মানুষের প্রতি আস্থা ভালবাসা অর্জন করে দেশের সর্বোচ্চ জনপ্রিয়তা অর্জন করেছে। বাসায় বসে, ঢাকায় বসে সুযোগের অপেক্ষায় সিদ্ধান্ত নেওয়া কোনো গণতান্ত্রিক চর্চা নয়। শুধু কালাই ক্ষেতলাল আক্কেলপুরই নয় জয়পুরহাটবাসী মানুষের ভাগ্যের সিদ্ধান্ত জয়পুরহাটের মাটিতেই দিতে চাই।

আমি দীর্ঘদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা নয় কর্মী হয়ে কাজ করছি। আগামী দিনেও কাজ করতে চাই। দলের দুর্দিনে বিগত আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে কাজ করেছি আগামীতেও আপনাদের সাথে নিয়ে বিএনপির হয়ে কাজ করতে চাই।

এসময় দলীয় নেতা-কর্মীদের কিছু দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, ফেসবুকেও কাউকে আক্রমণ করা যাবে না। শতভাগ আচরণবিধি মেনে চলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শতভাগ সহযোগিতা করতে হবে। এছাড়া দলীয় বিভাজনের পরিপ্রেক্ষিতে কাউকে কোনো আক্রমণাত্মক কথা বলা যাবে না। সকলেই মিলেমিশে দলকে সুসংঘটিত করতে হাতে হাত ধরে কাধে কাধ রেখে তারেক রহমানের নির্দেশনা মেনে পথ চলতে হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন