ইসরায়েলি সেনা ক্যাম্পে হিজবুল্লাহর ড্রোন হামলায় নিহত ৪
প্রকাশিত:
অক্টোবর ১৪, ২০২৪; সময়: ১১:৪০ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : ইসরায়েলের হাইফার দক্ষিণে বেনইয়ামিনা এলাকায় দেশটির সামরিক বাহিনীর গোলানি ব্রিগেড ক্যাম্পে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে ৩ জন নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। তবে টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে নিহতের সংখ্যা চারজন বলে নিশ্চিত করা হয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিক্রিয়ায় হাইফার বেনইয়ামিনায় ইসরায়েলি সামরিক ক্যাম্পে হামলা চালানো হয়েছে। হামলার এলাকাটি ইসরায়েল–লেবানন সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণে।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত চারজনই সেনাসদস্য। হিজবুল্লাহর এই ড্রোন হামলায় ৫৮ জন আহত হয়েছে।