পিএসসির নতুন চেয়ারম্যান ও সদস্যদের শপথ মঙ্গলবার

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪; সময়: ১২:৫৬ pm | 
খবর > আইন-আদালত

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান ও সদস্য হিসেবে দায়িত্ব পাওয়া পাঁচজন শপথ নেবেন মঙ্গলবার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পাঠ করাবেন।

৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর শীর্ষ পদে ধারাবাহিক রদ-বদলের মধ্যে ৮ অক্টোবর পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন।

পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসির চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার। একইদিন সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেয় সরকার।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন