নওগাঁয় সওজের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা/কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার দুপুরে সড়ক বিভাগে কর্মরত কর্মচারী সোহেল রানার মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্যের প্রতিবাদে নওগাঁ সড়ক বিভাগ প্রাঙ্গনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন সড়ক বিভাগ নওগাঁর অফিস চত্ত্বরে অবস্থিত পরিদর্শন বাংলো সম্পর্কে ইলেকট্রনিক সাংবাদিকগণের নিকট মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমুলক তথ্য প্রদানের জন্য সড়ক উপ-বিভাগ পত্নীতলায় কর্মরত পাহাদার সোহেল রানা বাবলুকে অনতিবিলম্বে চাকুরী হতে অব্যাহতিসহ তার বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যদি দ্রুত সড়ক বিভাগ কুচক্রী বাবলুকে চাকুরী থেকে অব্যাহতি প্রদান না করেন তাহলে নওগাঁ সড়ক বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা কাজ বন্ধ রেখে রাজপথে নেমে কঠোর আন্দোলনের হুমকি প্রদান করেন।
এসময় বক্তব্য রাখেন, নওগাঁ সড়ক বিভাগের কর্মচারী শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম লেবু প্রমুখ।
পরে নওগাঁ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল হক রাসেলের আশ্বাসে কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মসূচি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সমাপ্ত করেন।