মান্দায় ট্রাক্টরের চাপায় ভ্যানচালক নিহত

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪; সময়: ৮:১২ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের চাপায় চার্জারভ্যানের এক চালক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে পানিশাইল-সতিহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মেছের আলী ম-ল (৫৫)। তিনি উপজেলার দক্ষিণ মৈনম গ্রামের মকবুল হোসেনের ছেলে ও পেশায় ভ্যানচালক ছিলেন।

নিহত মেছের ম-লের ছেলে সোহেল রানা শুভ জানান, আজ সকালে বাবা মেছের আলী নিজস্ব চার্জারভ্যানে মা রুবি বেগমকে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়ে যান। বালুডাঙ্গা কমিউনিটি ক্লিনিকে ডাক্তার দেখানোর পর ওষুধ নিয়ে তারা বাড়ি ফিরছিলেন।

পথে মহানগর কলেজের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের চার্জারভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মেছের আলী মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন