সুজানগরে জামায়াতে নেতার বাড়ীতে দুর্ধর্ষ চুরি

এম এ আলিম রিপন, সুজানগর : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল হকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে উপজেলার ভাঁয়না ইউনিয়নের হেমরাজপুর উত্তরপাড়া তার নিজ বাড়িতে চুরির এ ঘটনা ঘটে।
এ সময় সংবদ্ধ চোরের দল নগদ এক লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও একটি মনিটরসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সুজানগর উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলার ভাঁয়না ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল হক জানান, এদিন রাতে তার ঘরে কেউ না থাকায় বাড়ির অন্য ঘরে অবস্থান করা পরিবারের সদস্যদের তালাবদ্ধ করে রেখে সংবদ্ধ চোরের দল একটি ড্রয়াওে রাখা স্টিলের আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ এক লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৫০ হাজার টাকার স্বর্ণালঙ্কার ও একটি মনিটরসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
এ বিষয়ে সুজানগর থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরির বিষয়ে অভিযোগ পেয়েছি,এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য গত কয়েকদিনের ব্যবধানে দেলোয়ার ও আব্দুল মজিদ নামে অপর আরও কয়েকজনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এছাড়া প্রতিদিন সন্ধ্যা হলেই প্রশাসনের নাকের ঢগায় ভাঁয়না ঈদগা মাঠে চলে মাদকসেবীদের আড্ডা, জুয়া। এছাড়া বিগত আওয়ামী সরকারের সময় হত্যাকান্ডের মত ঘটনা ঘটে এ এলাকায়। স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিনিয়ত এভাবে অপকর্ম ও চুরির ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেফতার করতে পারেনি। এ জন্য অপরাধ বেড়েই চলছে। তাই সংশ্লিষ্ট প্রশাসনের নিকট তারা এসব অপকর্ম ও চুরি রোধে কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।