জয়পুরহাটে মানববন্ধন করেছেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাররা

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব থেকে অব্যাহতি না দেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সদস্যরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীরের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম জেলা শাখার আহবায়ক ও সদর উপজেলার ধলাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক, জামালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মোফাজ্জল হোসেন, ভাদসা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম, সহ বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা।
এ সময় জনপ্রতিনিধিরা উপস্থিত সাংবাদিকদের বলেন, যারা মামলায় পলাতক আছে ও পরিষদে অনুপস্থিত আছে তারা অপসারণ হয়েছে। আর আমরা যারা নিয়মিত ইউনিয়ন পরিষদে উপস্থিত থেকে জনগণের সেবা দিয়ে দিচ্ছি, তাদেরকে অপসারণ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দিলে জনগণ ৪০টি সেবা থেকে বঞ্চিত হবে বলেও জানান।