জয়পুরহাটে হত্যার ২ মাস ১৩ দিন পর ছাত্র আন্দোলনে নিহত শহীদ বিশালের মরদেহ কবর থেকে উত্তোলন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪; সময়: ৮:৪১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাট : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগষ্ট জয়পুরহাটে নিহত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল (১৮) এর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। মামলার তদন্তের জন্য আদালতের নির্দেশে দাফনের ২ মাস ১৩দিন পর তার মরদেহ উত্তোলন করেছে প্রশাসন। মরদেহ তুলে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর সরকার পাড়া এলাকায় কবর থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। নিহত নজিবুল সরকার বিশাল (১৮) উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের মজিদুল সরকারের ছেলে। সে পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থীছিলেন।

মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল বাইন, জেলা সিভিল সার্জনের প্রতিনিধি জেলা কারাগারে ডা: শাহ আলম শোভন, সদর থানার অফিসার ইনচার্জ তদন্ত মিজানুর রহমান ও জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন।। ময়নাতদন্ত শেষে তাদের তত্ত্বাবধানেই বিশালের মরদেহ ফের দাফন করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জয়পুরহাটের পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির কলেজের শিক্ষার্থী নজিবুল সরকার ওরফে বিশাল (১৮) নিহতের দিন বিশাল বন্ধুদের সাথে শহরের পাঁচুর মোরে মিছিল ও বিক্ষোভে অংশ নেন এসময় হঠাৎই সে গুলিবিদ্ধ হয় এবং তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। ঐদিন দ্রুত ময়না তদন্ত ছাড়া লাশ দাফন করা হয়। নিহতের ঘটনায় ১৪ দিন পর ১৮ আগস্ট নিহত নজিবুল সরকার বিশালের বাবা মজিদুল সরকার বাদি হয়ে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা করেন।

এরপর আজ বৃহস্পতিবার ১৭ অক্টোবর আদালতের নির্দেশে নিহত বিশালের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দীর্ঘদিন পর কবর থেকে লাশ উত্তোলন করলেও বিশালের বাবাসহ স্থানীয়রা বিশাল হত্যার সুস্ঠ বিচার দাবী করেন।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন