ইলিশ ধরায় সুজানগরে ২ জেলের কারাদন্ড

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪; সময়: ৮:৪৮ pm | 
খবর > আঞ্চলিক

এম এ আলিম রিপন, সুজানগর : নিষেধাজ্ঞা অমান্য করে পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে ইলিশ শিকারের দায়ে ২ জেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ।

কারাদন্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন উপজেলার সাতবাড়ীয়া নতুনপাড়া গ্রামের জনাব আলী মন্ডলের ছেলে মো. আকাশ মন্ডল ও একই এলাকার তৈয়জ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল হালিম। সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার বিকালে উপজেলার সাতবাড়ীয়া এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই ২ জেলেকে আটক করে। এ সময় তাদের থেকে প্রায় ৭০ কেজি জব্দকৃত ইলিশ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন