দূর্গাপুরে পূর্ব শত্রুতার জেরে কৃষককে মারপিটের ঘটনায় মামলা

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪; সময়: ১০:০২ pm | 
খবর > রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দূর্গাপুর উপজেলার বাজুখলসী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক কৃষককে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে উপজেলার হট কানপাড়া হাইস্কুলের মেইন গেটের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাজশাহী বিজ্ঞ দূর্গাপুর থানা আমলী আদালতে গত ২ অক্টোবর ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন বাজু খলসী গ্রামের এলাহী বক্সের ছেলে কৃষক আলমগীর হোসেন। মামলা নং ১২/২০২৪।

মামলা সূত্রে জানান গেছে, আলমগীর হোসেনের বাড়িতে ডিস লাইনের তার সংযোগ দেয়াকে কেন্দ্র করে ওই এলাকার গোলাম রসুলের ছেলে মোজ্জাম্মেল হকের সাথে কিছু দিন আগে কথা কাটাকাটি হয় আলমগীরের। ওই ঘটনাকে কেন্দ্র করে আলমগীরের বাড়ির ৯টি আম গাছ, ৩টি নারিকেল গাছসহ ১০টি গাছ কেটে ফেলে মোজাম্মেল হক ও তার মা মুনুজা বেগম। ওই ঘটনার জের ধরে গত ২৭ সেপ্টেম্বর উপজেলার হট কানপাড়া হাইস্কুলের মেইন গেটের সামনে সকাল ১১ টার দিকে আলমগীরের পিতা এলাহী বক্স চায়ের দোকানে বসে ছিলো। এসময় হটাৎ গোলাম রসুলের ছেলে মোজ্জাম্মেল হক ও তার পিতা গোলাম রসুল, লাজির ছেলে সেলিম লাঠি, লোহার রড দিয়ে এলাপাতাড়ি পিটিয়ে জখম করে এলাহী বক্সকে। এসময় জখম হয়ে এলাহী বক্স মাটিতে পড়ে গেলে তাকে মৃত ভেবে হামলা কারিরা পালিয়ে যায়।

পরে স্থানিয়দের সহায়তায় এলাহী বক্স কে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলা কারিদের লোহার রডের আঘাতে এলাহী বক্স মাথা ও সারা শরীরে গুরুতর জখম হয়। চিকিৎসা শেষে দূর্গাপুর থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা করার জন্য বলে তাদের। পরে গত ২ অক্টোবর ৪ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেন কৃষক আলমগীর হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলতাফ হোসেন বলেন, গত কাল মামলাটি আদালত থেকে থানায় আসলে থানায় মামলাটি রুজু করা হয়। আজ মামলাটি তদন্তের জন্য গিয়ে ছিলাম, তদন্তের বিষয় বলা যাবে না।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন