মহাদেবপুরে এসিআই মটরসের সোনালিকা ডেলিভারী উৎসব উদযাপন

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪; সময়: ৬:৫৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে খাজুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এসিআই মটরসের সোনালিকা ডে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোনালিকা মটরসের আয়োজনে বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত সোনালিকা ট্রাক্টরের সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এতে সর্বমোট ১১৬টি সোনালিকা ট্রাক্টরের ফ্রি সার্ভিস করা হয়। এছাড়া স্পেয়ার পার্টসে ১০ ভাগ, লুব ওয়েলে ৬ ভাগ ও রোটাভেটর ব্লেডে ৫ ভাগ ছাড়ে খুচরা যন্ত্রাংশ বিক্রি করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রতিটি বুকিং ও ডেলিভারী কাষ্টমারদের জন্য ছিল আকর্ষনীয় উপহার ছাড়াও নগদ মূল্যছাড়। এছাড়াও সকল কাষ্টমার, এজেন্ট ও ড্রাইভারদের হেল্থ চেকআপ ও ফ্রি ঔষধ সরবরাহ এবং বিভিন্ন গেম শো ও পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ন্যাশনাল সার্ভিস অফিসার মো. হাসানুজ্জামান, এরিয়া ম্যানেজান পিযুষ কুমার রায়, রিকভারী টেরিটরী ম্যানেজার মো. ওয়ালিউর রশীদ, টেরিটরী সার্ভিস ম্যানেজার মো. মারুফ বিল্লাহ সহ সেলস রিকভারী এবং সার্ভিস টিম। এ ক্যাম্পেইনে শতাধিক ট্রাক্টর মালিক ও চালক অংশ নেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন