কচুয়ায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, কচুয়া : চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামে মাদকের বিরুদ্ধে অভিযান ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে পালাখাল দক্ষিণ পাড়া যুব মানবকল্যান সংগঠনের আয়োজনে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীদের নিয়ে এ অভিভাবক সমাবেশ করা হয়।
বিশিষ্ট সমাজসেবক শাহ আলম মিয়াজীর সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাসেল আহমেদের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গবরখোলা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আলী আর্শ্বাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা জসিম উদ্দিন, মাওলানা ফখর উদ্দিন, ব্যাংকার নজরুল ইসলাম, সিহাদ হোসেন সাগর, সবুজ পাটওয়ারীসহ আরও অনেকে।
এসময় সংগঠনের সভাপতি মেহেদী হাসান অভি, সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন , ব্যবসায়ী ফারুক হোসেন, আবু তাহের ও মুক্তার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, পালাখাল দক্ষিণ পাড়া যুব মানবকল্যান সংগঠনটি ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে।
বিশেষ করে করোনাকালীন সময়ে অসহায় পরিবারকে খাদ্য সহায়তা, রক্তদান, বাল্য বিবাহ ও মাদক প্রতিরোধে কাজসহ শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তুলতে কাজ করে যাচ্ছেন এ সংগঠনের নেতৃবৃন্দ।
ভবিষ্যতেও সমাজের অসংগতি, মাদক প্রতিরোধসহ নানান সামাজিক কাজ করে যাবেন বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।