বগুড়ায় ট্রাকের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪; সময়: ১২:৩৪ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক : বগুড়ার শাজাহানপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের জোড়া কৃষি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাজাহানপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ।

নিহতরা হলেন- উপজেলার গণ্ডগ্রামের মানিকের ছেলে পলাশ (৩৩) ও একই এলাকার আপেল (৩০)।

ওসি আব্দুল ওয়াদুদ বলেন, রাতে দুই যুবক মোটরসাইকেল নিয়ে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে জোড়া কৃষি কলেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাদের সামনে থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।

ওসি আরও বলেন, নিহতদের লাশ এবং মোটরসাইকেল পুলিশী হেফাজতে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া বালুবাহী ট্রাক ও তার চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন