বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে পপুলার লাইফ ইনস্যুরেন্স

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪; সময়: ৭:২৬ pm | 
খবর > আঞ্চলিক

এস এম শফিকুল ইসলাম, জয়পুরহাট : পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের বাছাইকৃত ম্যানেজার (উন্নয়ন) দের নিয়ে “ম্যানেজার কনফারেন্স” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর ) ঢাকার মতিঝিল দিলকুশায় কোম্পানীর সেমিনার কক্ষে এ ” ম্যানেজার কনফারেন্স” অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে ম্যানেজার কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের চেয়্যারমান ও পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, নন্দন ভট্টাচার্য, উর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, আবু তাহের উপব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, খলিলুর রহমান সিকদার, মোহাম্মদ এনামুল হক ও সুলতান মাহমুদ সহ কোম্পানির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ।

প্রধান অতিথির বক্তব্য কোম্পানীর চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের জনসাধারণের দোরগোড়ায় বীমা সুবিধা পৌঁছে দেয়ার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে পপুলার লাইফ ইনস্যুরেন্স। বীমা খাতের উন্নয়নের মাধ্যমেই দেশের অর্থনীতি আরো একধাপ এগিয়ে যাবে। দ্রুত বীমা দাবি পরিশোধ ও সর্বোচ্চ সেবা দিয়ে কোম্পানিটি গ্রাহক বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে।

জহিরুল ইসলাম চৌধুরী বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের যারা মালিক আছেন তারা সবাই দেশের বরেণ্য ব্যবসায়ী। তারা যে শুধু মুনাফার জন্য এই কোম্পানি করেছেন সেটা নয়, বরং আমাদের এখানে মূল লক্ষ্য হচ্ছে গ্রাহক সেবা দেয়। এ সময় তিনি পপুলার লাইফের কোন বীমা দাবি যেন বকেয়া না থাকে সে বিষয়ে কোম্পানির ম্যানেজমেন্টের প্রতি আহবান জানান।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন