মহাদেবপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলা আহত ১

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪; সময়: ৭:৩৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর (নওগাঁ) : নওগাঁর মহাদেবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় জিয়াউর রহমান নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার চাঁন্দাশ ইউনিয়নের পন্ডিতপুর (রশিদপুর) গ্রামে।

স্থানীয় সূত্রে জানায়, ওই গ্রামের মৃত রহিম বক্সের ছেলে জিয়াউর রহমানের সাথে একই গ্রামের সাইফুদ্দীনের ছেলে পারভেজের একটি তাল গাছের মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে শুক্রবার পারভেজের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে জিয়াউর রহমানের উপর হামলা চালিয়ে বেদম মারধর করে। এতে জিয়াউর রহমান গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এ ঘটনায় শুক্রবার রাতেই পারভেজ, সাইফুদ্দীন, শহিদুল ইসলাম, রকি, শান্ত সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাশমত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন