জাতির সাথে দেওয়া অঙ্গিকার পূরণ করেছে ছাত্র-জনতা : নওগাঁয় আমীরে জামায়েত

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৪; সময়: ৭:৪০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন- ২৪ এর গনঅভ্যুথানের সম্পুর্ণ কৃতিত্ব মহান আল্লাহ’র। আর জমিনের কৃতিত্ব ১৮ কোটি জনতার । আর নেতৃত্বের কৃতিত্ব বাংলাদেশের যুব সমাজের । আজ দুপুর তিনটায় নওগাঁ নওযোয়ান মাঠে জেলা জামায়াতে উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

তিনি আরও বলেন – বিচারের নামে প্রহসন করে শুধু জামায়াত নেতাকৃমীদের গুম করা হয় নাই সাধারণ নির্দোষ মানুষকেও গুম খুন করেছিলো বিগত সরকার । ইনশাআল্লাহ এই গুম খুনের বিচার বাংলাদশে হবে । তিনি আরও বলেন- দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবে না । তাদের সাথে দেওয়া জাতির অঙ্গিকার আমাদেরকে পুরন করতে হবে কারন জাতির সাথে দেওয়া অঙ্গিকার তারা পুরন করেছে ।

দীর্ঘ ১৮ বছর পর জেলা জামায়াতে উদ্যোগে নওগাঁয় রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ । নওজোয়ান মাঠে অনুষ্ঠিত সকাল ১০টা হতে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দীন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল সহঃ পরিচালক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমীর ডঃ মোঃ কেরামত আলী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য খ.ম আব্দুর রাকিব, ইঞ্জিঃ মোঃ এনামুল হক, এ্যাডঃ আ.স.ম সায়েম, অধ্যাপক মোঃ মহিউদ্দীন, মাওঃ হাবিবুর রহমান, সাবেক শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য আ.স.ম মামুন শাহীন, প্রমূখ।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন